২৯ নভেম্বর দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সৃজনী পেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী। তারই প্রস্তুতিতে রবিবার সকালে রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিনীত গোয়েল হেলিকপ্টারে দুর্গাপুরে এসে মুখ্যমন্ত্রীর বৈঠকের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন এবং মহড়া দিল চপার।

রবিবার সকালে রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিনীত গোয়েল দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে হেলিকপ্টারে আসেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার লক্ষীনারায়ণ মীনা, দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে দুর্গাপুরের স্টেশন সংলগ্ন সাধুডাঙায় সেচ দফতরের গেস্ট হাউসে এক উচ্চ পর্যায়ের বৈঠক সারেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আসানসোলে সভা সেরে দুর্গাপুরের সৃজনী পেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগদান করবেন। পরের দিন, ৩০ নভেম্বর পূর্ব বর্ধমানের কালনায় জনসভা করার কথা। মুখ্যমন্ত্রীর আগমন নিয়ে তাই পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এখন জোর তৎপরতা চলছে।

Like Us On Facebook