দুর্গাপুরের চন্ডীদাস মার্কেটে বিজেপি কর্মীরা শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে এক শোকসভার আয়োজন করেন। এদিন এই শোকসভায় প্রচুর মানুষ জমায়েত হয়ে অটলবিহারী বাজপেয়ীর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন। প্রতিকৃতিতে মাল্যদান করেন। এই শোকসভায় বিজেপি কর্মীরা অটলজীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

বিজেপি নেত্রী শিউলি চট্টোপাধ্যায় বলেন, অটলজী দেশের মহান নেতা ছিলেন। রাজনীতির উর্দ্ধে তাঁর স্থান ছিল। তাঁর অন্তিম যাত্রায় অগণিত মানুষের ঢল তা আজ প্রমাণ করেছে। তিনি গ্রাম থেকে শহর সারা দেশকে গ্রাম-সড়ক যোজনায় এক সুতোয় জুড়ে ছিলেন। সকল রাজনৈতিক দলকে নিয়ে কিভাবে একজোট হয়ে দেশকে নেতৃত্ব দিতে হয় তা আমাদের শিখিয়েছেন। শিউলিদেবী বলেন, জাতীয় সড়ক সম্প্রসারণ করে তিনি দেশবাসীর জীবনে চলার পথে গতি এনে দিয়েছেন। আমরা অটলজীর প্রয়াণে শোকাহত তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আমরা প্রদীপ প্রজ্জ্বলন করে তাঁকে শ্রদ্ধা জানালাম।

Like Us On Facebook