কন্যাশ্রী-২ সুবিধা প্রাপকদের ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবছর গোটা রাজ্যের মধ্যে কে-২ প্রাপক কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা পূর্ব বর্ধমান জেলায় সর্বাধিক। গত বছর এই সংখ্যা ছিল ২২৫। এবারে ছাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জন বলে এদিন জানিয়েছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। শংসাপত্র প্রদান অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায়, জেলা কন্যাশ্রী প্রকল্পাধিকারিক শারদ্বতি চৌধুরী প্রমুখ।

জেলাশাসক এদিন জানিয়েছেন, গতবছর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেই এবছর গোটা রাজ্যের মধ্যে এই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা সবথেকে বেশি। শারদ্বতি চৌধুরী জানিয়েছেন, কম্পিউটার প্রশিক্ষণে ছাত্রীদের আগ্রহ ক্রমশ বাড়তে থাকায় এবার জেলার বিভিন্ন ব্লক গুলিতেও প্রশিক্ষণ কেন্দ্র খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে মহকুমা ভিত্তিক এই প্রশিক্ষণের পাশাপাশি দূরবর্তী মেমারি, জামালপুর, ভাতার, পূর্বস্থলীর মত ব্লকগুলিতেও এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


Like Us On Facebook