কেবলমাত্র মোবাইলের শোকে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ৪১ নং ওয়ার্ডের সুকান্ত পল্লীতে। মৃতার নাম নন্দিতা বরাই(১৮)। বাবার নাম বিপুল বরাই।

জানা গেছে, মেয়ে নন্দিতার আবদার মেটাতে কয়েকদিন আগে আট হাজার টাকা দিয়ে স্মার্ট ফোন কিনে দেন বিপুলবাবু। কিন্তু বাড়িতে জানালার পাশে সেই মোবাইল চার্জে বসালে সকলের অগোচরে জানালা দিয়ে শনিবার চুরি হয়ে যায় মোবাইলটি। মোবাইল চুরি হওয়ার পর থেকেই মোবাইল চুরির শোকে মানসিক অবসাদে ভুগতে শুরু করে নন্দিতা। বাবা-মা ফারাক্কায় আত্মীয়ের বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন, রবিবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নন্দিতা। রবিবার দুপুরে নন্দিতার ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে নন্দিতার ভাই জানলা দিয়ে দিদিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দিদাকে ও পড়শীদের জানায়। পড়শীরা কোকওভেন থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

নন্দিতার কাছ থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যাতে লেখা আছে “বাবা আমাকে কষ্ট করে মোবাইল কিনে দেয়। মোবাইল আমার প্রাণ ছিল। মোবাইলটি চুরি হয়ে গেছে। বাবাকে আর কষ্ট দিতে চাই না। আমি নিজের ইচ্ছায় আত্মহত্যা করছি।” মেধাবী ও নম্র স্বভাবের নন্দিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দুর্গাপুরের সুকান্তপল্লীর সঙ্গে সঙ্গে নিবেদিতার স্কুল ও কলেজেও শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook