প্রতিবন্ধী ও বয়স্কদের জীবনে এবার গতি আনতে দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) নিয়ে এল স্বল্পমূল্যের ব্যাটারি চালিত স্মার্ট হুইল চেয়ার। অন্যের সাহায্য ছাড়াই বয়স্ক এবং প্রতিবন্ধীরা এই হুইল চেয়ারে বসে নিজেরাই যাতায়াত করতে পারবেন। ব্যাটারি এবং মোটর চালিত ছয় চাকা বিশিষ্ট এই হুইল চেয়ারটিকে চালনা করার জন্য রয়েছে ইলেক্ট্রনিক স্যুইচ ও জয়স্টিক। ইনফ্রারেড সেন্সর সম্বলিত এই হুইল চেয়ার এক মিটার দূরে থাকা পিছনের বাধা সম্পর্কে সচেতন করতে পারে ব্যবহারকারীকে। মোটরাইজড এই হুইল চেয়ার ব্যবহারকারীদের জীবনে গতি আনবে, বদলে দেবে তাঁদের জীবনযাত্রা। এটির মাধ্যমে সামনে বা পিছনে যাওয়ার সুযোগ রয়েছে।

ইতিপুর্বে এই ধরণের হুইল চেয়ার বিদেশ থেকে আমদানি করতে খরচ পড়ত লক্ষাধিক টাকা। সিএমইআরআই কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এইধরণের হুইল চেয়ার এটাই প্রথম এবং আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যেই এটা পাওয়া যাবে। এই হুইল চেয়ারের উল্ল্যেখযোগ্য বৈশিষ্টগুলি হল, সর্বোচ্চ ১৫০ কেজি ভার বহন করতে পারে। ঘন্টায় ৭ মাইল বেগে চলতে পারে। মাত্র ৪ ফুট চওড়া জায়গায় ৩৬০ ডিগ্রী ঘুরতে সক্ষম। স্মার্ট ডিস্ক ব্রেকের সাহায্যে সহজেই কার্যকরভাবে থামানো যায়। একবার ব্যাটারি চার্জ দিলে প্রায় ৮ থেকে ৯ ঘন্টা চলতে পারে।

রবিবার সিএমইআরআই-এর ‘ডায়মণ্ড জুবিলি’ উপলক্ষে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই প্রদর্শনীতে স্মার্ট হুইল চেয়ারটি প্রথমবার প্রদর্শন করা হয়। এই হুইল চেয়ার বাজারে এলে বয়স্ক ও প্রতিবন্ধীরা লাভবান হবেন। কোন সংস্থা এটিকে বাজারজাত করতে আগ্রহী হলে বিজ্ঞানীদের এই উদ্ভাবন সাধারণ মানুষের কাজে আসবে। সেক্ষেত্রে সিএমইআরআই আগ্রহী সংস্থাকে টেকনোলজি ট্রান্সফার করলে ওই সংস্থা এটির বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করতে পারবে।