রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যবীমা প্রকল্পের কার্ড থাকা সত্ত্বেও উপভোক্তাদের পরিষেবা দিতে অস্বীকার করলে অভিযুক্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্সও বাতিল করা হতে পারে। বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী সভাঘরে আয়োজিত প্রশাসনিক সভা থেকে এই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের পেতে যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে মুখ্যমন্ত্রী কড়া নজরদারি রাখার নির্দেশ দেন জেলা প্রশাসনকে।

মুখ্যমন্ত্রী এদিন দুর্গাপুরের কাঁকসায় শালপাতার বিভিন্ন সামগ্রী তৈরি করার একটি ক্লাস্টার তৈরির কথা ঘোষণা করেন। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলের শ্রমিক সংগঠনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দলের শ্রমিক সংগঠনের সমস্ত গুরুদায়িত্ব তুলে দেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের কাঁধে। মুখ্যমন্ত্রী বলেন, কলকারখানা বন্ধ করে যেমন আন্দোলন কাম্য নয়, তেমনই কারখানা থেকে যাতে শ্রমিক ছাঁটাই না হয় সেই বিষয়টিও দেখতে হবে দলের শ্রমিক সংগঠনকে।

Like Us On Facebook