শীতের সন্ধ্যায় প্রত্যেকের হাতে মোমবাতির আলো আর মঞ্চে উস্তাদ আমজাদ আলি খানের সরোদের ওস্তাদি। পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পন্ডিত সত্যজিৎ তলোয়ালকার যুগলবন্দীতে সুরের মূর্ছনায় ভেসে গেল সংস্কৃতিমনস্ক দুর্গাপুরবাসী। নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২০ তম জন্মজয়ন্তীতে দুর্গাপুরের বি-জোন ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত সঙ্গীত কার্নিভালে সোমবার দুপুর থেকেই সমন্বয়ের মাঠ কানায় কানায় পরিপূর্ণ। প্রথমে বাঁশির জাদুকর পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরে ভেসে গেলেন শ্রোতারা। এরপর প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী,  উস্তাদ আমজাদ আলি খান সহ অন্যান্য শিল্পীরা মাতিয়ে রাখলেন শ্রোতাদের।