বুধবার আসানসোলের সেনর‌্যালে রোডে রামকৃষ্ণ মিশন সংলগ্ন ইন্ডিয়ান ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ৬-৭ জনের ডাকাত দল প্রায় ৩৮ লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয়। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার পাঁচ সদস্যের সিআইডি টিম ব্যাঙ্কে আসে।

জানা গেছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে তদন্তে সাহায্য করতে বৃহস্পতিবার পাঁচ সদস্যের এক সিআইডি টিম ইন্ডিয়ান ব্যাঙ্কে আসে। ডাকাতির সময় উপস্থিত ব্যাঙ্ক কর্মীদের ও ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলেন ওই দলের সদস্যরা। ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারের সঙ্গেও তাঁরা কথা বলেন। দুষ্কৃতীদের চিহ্নিত করতে ব্যাঙ্কের বিভিন্ন জায়গায় ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় এবং দুষ্কৃতীদের স্কেচ আঁকানো হয়েছে। ডাকাত দল ব্যাঙ্কের সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ায় ডাকাতদের চিহ্নিত করতে পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। যদিও পুলিশ রাস্তার বিভিন্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে বলে জানা গেছে। ডাকাত দলটিকে শীঘ্রই ধরা যাবে বলে দাবি পুলিশের।

Like Us On Facebook