এক নাবালিকা পারিচারিকাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরের স্টিল টাউনশিপ এডিসনের এক গৃহকত্রীর বিরুদ্ধে। পড়শিরা রবিবার রাতে ওই নির্যাতিতা নাবালিকাকে উদ্ধার করে পুলিশকে খবর দিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

নাবালিকার উপর অত্যাচারের খবর দুর্গাপুরের মহকুমাশাসকের কানে পৌঁছলে মহকুমাশাসক সোমবার অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তৎপরতা শুরু করেন। জানা গেছে, ওই নাবালিকা বিহারের জাহানাবাদের বাসিন্দা। সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচতে গত জুলাই মাসে দুর্গাপুরে চলে আসে জনৈক ব্যক্তির হাত ধরে। এডিসনের ১/২১ বাড়িতে কাজ করতে থাকে। গৃহকত্রী শান্তা দাস ওই ৯ বছরের নাবালিকার উপর বিভিন্ন ছুঁতোয় খেতে না দিয়ে অমানবিক অত্যাচার চালাত বলে অভিযোগ। নাবালিকাটি এতে অসুস্থ হয়ে পড়ে। রবিবার নাবালিকাটিকে বাড়ি থেকে বের করে দেয় শান্তা দেবী ও তাঁর পুত্র বলে অভিযোগ। রবিবার ওই নাবালিকাকে রাস্তায় ঘুরতে দেখে পড়শীরা স্থানীয় বি-জোন ফাঁড়িতে খবর দেয় এবং অসুস্থ নাবালিকাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই খবর দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরার কানে পৌঁছলে নাবালিকাকে বর্ধমান চাইল্ড লাইনে পাঠানোর ব্যবস্থা করেন। অপর দিকে অভিযুক্ত শান্তাদেবীকে মহকুমা কার্যলয়ে ডেকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের তৎপরতা শুরু করেন।

Like Us On Facebook