শিশুদের শারীরিক নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবার দুর্গাপুর নগর নিগম ও আসানসোল চাইল্ড লাইন যৌথ ভাবে উদ‍্যোগী হল। দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে প্রাইমারি স্কুলগুলিতে গিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে বিশেষজ্ঞরা বিশেষ পাঠ দিচ্ছেন ছাত্রী ও অভিভাবকদের।

শরীরের কোন শ্পর্শ একজন শিশুর মানহানি হতে পারে সে বিষয়ে সচেতন করতে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। কিকি উপায়ে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে সেই সকল বিষয়ের সুলুক সন্ধানও দিচ্ছেন চাইল্ড লাইনের বিশেষজ্ঞরা। সম্প্রতি দুর্গাপুরের রঘুনাথপুর ফ্রি প্রাইমারি স্কুলে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরীর উদ‍্যোগে শিশু ‌নিরযাতনের বিরুদ্ধে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে ছাত্রী ও অভিভাবকদেরও সচেতনতার পাঠ দেওয়া হয়।

Like Us On Facebook