যে সমস্ত কিষাণ মাণ্ডি ও কৃষক বাজার এখনও খোলে নি সেগুলি খুব তাড়াতাডি চালু হবে এবং কাজ শুরু হবে বলে জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ ব্যানার্জী। সোমবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, কাটোয়াতে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চেক তুলে দেওয়ার আগে মন্ত্রী আশীষ ব্যানার্জী ও কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বর্ধমানের সার্কিট হাউসে আসেন। মন্ত্রী জানান, চাষীদের ক্ষতিপূরণ দেওয়ার পরও যদি কোন কৃষক ক্ষতিপৃরণ না পায় তাহলে তিনি কৃষি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করবেন। অন্যদিকে প্রদীপ মজুমদার জানান নভেম্বর মাস থেকে কিষাণ মাণ্ডি গুলি ধান কেনা শুরু করবে চাষিদের কাছ থেকে। অভাবী বিক্রী রুখতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Like Us On Facebook