ডিএসপি’র তরুণ আধিকারিকরা যাতে বর্তমান সময়ের ব্যাবসায়িক চ্যালেঞ্জগুলি উপলব্ধি করে তার আশু সমাধানের জন্য কর্ম পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন সেই উদ্দেশ্যে বিশেষ কর্মশালা শুরু হল ডিএসপিতে। ডিএসপি’র প্রায় ৭৮০ জন তরুণ আধিকারিক এই কর্মশালায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংস্থার বিকাশের পাঠ নেবেন। বুধবার ডিএসপিতে ১২০ জন আধিকারিককে নিয়ে প্রথম পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিএসপি’র সিইও এ কে রথ বলেন, চ্যালেঞ্জ হল সুযোগের অপর নাম। তরুণ আধিকারিকরা তাঁদের উৎসাহ, উদ্ভাবনী ক্ষমতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন। এই কর্মশালা প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তার বিকাশও ঘটাবে।