অস্থায়ী কর্মীদের নুন্যতম মজুরি প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এক দিনের কর্মবিরতি পালন করলেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। এদিন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ডাকে এই কর্ম বিরতি শুরু করেন অস্থায়ী নিরাপত্তা রক্ষী ও সাফাই কর্মীরা। তাঁদের অভিযোগ দিনে ১২ ঘন্টা কাজ করানো হচ্ছে কিন্তু ঠিকমতো মজুরি দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি অবিলম্বে অস্থায়ী কর্মীদের নুন্যতম মজুরি প্রদান ও সুযোগ সুবিধা দিতে হবে। তারই প্রতিবাদে এদিনের এই কর্মবিরতি।

Like Us On Facebook