সুরক্ষা ও পরিষেবার উন্নয়ন এবং নানান অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে আসানসোল জেলা হাসপাতালে বসানো হল সিসিটিভি ক্যামেরা৷ সমগ্র হাসপাতাল চত্বর জুড়ে নজরদারির স্বার্থে ৪৮টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে দাবি করলেন হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস৷

জেলা স্বাস্থ্য দপ্তর থেকেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ রোগীদের সুরক্ষার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে৷ গোটা হাসপাতাল সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় চলে আসায় হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের। তাছাড়া গোটা বিষয়টি সুপারের ঘর থেকেই এবার মনিটরিং করা সম্ভব হবে৷ একই সাথে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও চিকিৎসা কর্মীদের যাতে কোনো গাফিলতি না থাকে, সে বিষয়টিও নিশ্চিত করা যাবে৷ হাসপাতালের বিভিন্ন স্থানে এই সিসিটিভি ক্যামেরা বসানোয় রোগীদের পরিবার-পরিজনেরাও খুশি৷

Like Us On Facebook