মনসা পুজো উপলক্ষে রাস্তার ধারে বসে থাকা কিশোর-কিশোরীদের উপর দিয়ে একটি বেপরোয়া চার চাকা চলে যাওয়ায় গুরুতর জখম হল ৫ জন কিশোর-কিশোরী। তাদের মধ্যে একজনের মৃত্যু হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত কিশোরীর নাম শেফালি ওরফে শিল্পী মাঝি (১৩)। বাড়ি মঙ্গলকোটের পালপাড়ায়। মনসা পুজো উপলক্ষ্যে সে ভেদিয়ায় মামারবাড়ি এসেছিল ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৌনে ছটা নাগাদ আরও কয়েকজনের সঙ্গে শেফালিও ভেদিয়ার বাগবাটি মোড়ে রাস্তার ধারে বসেছিল। সেই সময় বোলপুর থেকে হুগলী যাওয়ার পথে একটি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। গুরুতর আহত কিশোর-কিশোরীদের মধ্যে ৪ জনকে বর্ধমানের নার্সিংহোমে এবং একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা ভেদিয়ায় বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বচসাও বাধে স্থানীয়দের। পুলিশ সূত্রে জানা গেছে, আহত বাকি ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাম রজত বাগদি, সোমনাথ বাগদি, মৌসুমী বাগদি, জিৎ বাগদি। দুর্ঘটনার পর স্থানীয়রা তাড়া করে চার চাকা গাড়িটিকে ধরে ভাঙচুর চালায়। চালক সহ গাড়ির আরোহীরা পালিয়ে যায়।

Like Us On Facebook