কুলটির নজরুল উদ্যান থেকে রহস্যজনক ভাবে উধাও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি। ঘটনাটি আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের নিউরোড এলাকার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, বুধবার সকালে নজরুল উদ্যান থেকে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিটি উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা মূর্তিটি নিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর ও পুলিশ। স্থানীয় কাউন্সিলর বাদল পুইতন্ডী এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং নজরুলের মূর্তিটি উদ্ধার করারও দাবি জানিয়েছেন।

১৯৯৮ সালে নজরুলের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তৎকালীন কুলটি পুরসভার উদ্যোগে নজরুল উদ্যান গড়ে তোলা হয়েছিল। উদ্যানের ভিতরে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছিল। উদ্যান দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল নিয়ামতপুর ট্রাক ওর্নাস অ্যাসোসিয়েশনকে। এই মূর্তি উধাও হওয়ার পর ট্রাক ওর্নাস অ্যাসোসিয়েশনের তরফে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগও দায়ের করা হয়েছে। যদিও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি উধাও হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনার তদন্তে পুলিশ।

Like Us On Facebook