চলন্ত বাসের জানালার বাইরে মুখ বাড়িয়ে তরতাজা এক যুবকের প্রাণ গেল দুর্গাপুরের মুচিপাড়ায়। নববর্ষের আগের রাতের এই মর্মান্তিক পথ দুর্ঘটনা  বাসের সহযাত্রীদের চোখের সামনে ঘটায় সকলেই বাকরুদ্ধ হয়ে যায়। জানা গেছে  হলদিয়া-আসানসোলগামী একটি এসবিএসটিসি বাসে চড়ে পূর্ব মেদনীপুরের তমলুক থানার গোবিন্দপুরের বাসিন্দা নারায়ণ মাইতি কর্মস্থল দুর্গাপুরে আসছিলেন। একই সঙ্গে রেষারেষি করে বিহারগামী আরেকটি বেসরকারি বাস জাতীয় সড়ক ধরে মুচিপাড়ায় ট্রাফিক সিগনালে এসে দাঁড়ায়। গ্রিন সিগনাল পেলে দুটি বাসই দ্রুত গতিতে গন্তব্যে যেতে গেলে এই সময় এসবিএসটিসি বাসের জানলায় ওই বেসরকারি বাসটি সজোরে ধাক্কা মেরে আসানসোলের দিকে চলে যায়। ওই সময় এসবিএসটিসি বাসের যাত্রী নারায়াণ মাইতির মাথা বাসের জানালার বাইরে থাকায় নায়ায়ন বাবুর মাথাটি থেঁতলে যায়। এসবিএসটিসি বাসের চালক বাসের লুকিংগ্লাস দিয়ে ঘটনাটি দেখে অবস্থা আন্দাজ করে রক্তাক্ত নারায়াণবাবু ও বাসের যাত্রীদের নিয়ে  বাসটি দ্রুত গতিতে চালিয়ে সিটিসেন্টার পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সিটিসেন্টার পুলিশ বিষয়টি কোকওভেন ফাঁড়ির বলায় বাস চালক ফের কোকওভেন থানার শরণাপন্ন হন। পুলিশ রক্তাক্ত নারায়ণবাবুকে বাস থেকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা নারায়ণবাবুকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ নারায়ণ বাবুর ব্যাগ থেকে একটি মোবাইল ও কিছু নাম ও  ঠিকানা বের করে তার বাড়ির ঠিকানা খোঁজার চেষ্টা করছে ও ঘাতক বাসটিকে ধরার চেষ্টা করছে বলে জানা গেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Like Us On Facebook