মঙ্গলবার দুপুরে পানাগড়ে বাসের ছাদ থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবরের পরও হুঁশ নেই প্রশাসন সহ বাস কর্মী ও বাস যাত্রীদের। মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত দুর্গাপুর দিয়ে যাওয়া দূরপাল্লার বিভিন্ন রুটের বাসের ছাদে বসে পা ঝুলিয়ে বহাল তবিয়তে যাত্রীরা গন্তব্যে গেলেন।

বাসের ছাদে যাত্রী তোলা নিয়ে দুর্গাপুরের কোথাও কোন পুলিশ বা প্রশাসনের অভিযান চোখে পড়ল না এদিন। ভিড় বাসে এই ভাবে নিয়ম বহির্ভূত ভাবে ছাদে যাত্রী নিয়ে যাওয়া নিয়ে কোন কোন বাসের চালককে প্রশ্ন করলে এক প্রকার পাত্তাই দিলেন না বাসের চালকরা। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে এই বিষয়ে প্রশ্ন করলে নিজেদের নিরাপত্তা নিয়ে এক শ্রেণির মানুষের অজ্ঞতাকেই প্রথমে দায়ি করেন। মহকুমাশাসক বলেন, আজ যে মৃতু্র খবর শুনলাম তা খুবই দুঃখজনক ঘটনা। তিনি বলেন, কেবল মাত্র প্রশাসনিক অভিযানে কিছু হবে না। সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়টি সাধারণ মানুষকে আগে বুঝতে হবে। তবেই প্রশাসনিক অভিযান স্বার্থক রূপ পাবে। মহকুমাশাসক ফের শীঘ্রই অভিযান করার কথা জানান।

Like Us On Facebook