সোমবার দক্ষিণ দামোদরের বিভিন্ন রুটে বাস না নামানোর সিদ্ধান্ত নিল বাস মালিকদের সংগঠন। বর্ধমান-আরামবাগ রোডের উপর তৈরি করা অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার তুলে দেওয়ার দাবিতে বাস বন্ধের ডাক দিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন।

বাস মালিক সংগঠনের অভিযোগ, বর্ধমান থেকে আরামবাগ পর্যন্ত ৩২ কিমি রাস্তায় অবৈজ্ঞানিকভাবে ৮২টি হাম্প তৈরি করা হয়েছে। এর ফলে বাসগুলির গন্তব্যে পৌঁছতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে এবং টাইম টেবিল মেনে বাস চালাতে সমস্যা হচ্ছে। পাশাপাশি অত্যধিক সংখ্যায় স্পিড ব্রেকার থাকায় বাসের রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে যাচ্ছে। প্রাথমিকভাবে বাস মালিকরা অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও আপাতত সোমবার বাস বন্ধ থাকবে বলে জানা গেছে।

অন্যদিকে বর্ধমান-আরামবাগ রোডের বিভিন্ন বাজার এলাকার মানুষজনের অভিযোগ, অত্যন্ত ব্যস্ত এই রাস্তায় গাড়ির চাপ অত্যধিক বেশী। প্রায়শই ঘটছিল দুর্ঘটনা। রাস্তা পারাপার করতে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল মানুষজনকে। বিভিন্ন বাজার এলাকায় স্পিড ব্রেকার তৈরি হওয়ায় রাস্তা পারাপার করতে সুবিধা হচ্ছে।

Like Us On Facebook