মানকর কলেজের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী মিঠু বিশ্বাস অগ্নিদগ্ধ হয়ে প্রায় তিন মাস ধরে শয‍্যাশায়ী। বুদবুদের সুকান্ত নগরের বাসিন্দা মিঠু অক্টোবরের ৭ তারিখে বাড়িতে রান্না করতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। বর্তমানে দুটি পা প্রায় অচল।

বাবা অজয় বিশ্বাস বেসরকারি নিরাপত্তা সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী। মেয়ের ব‍্যয় সাপেক্ষ চিকিৎসা করাতে গিয়ে সঞ্চয়ের পায় ২ লক্ষের অধিক টাকা খরচ হয়ে গেছে। অজয়বাবুর তিন মেয়ে। বর্তমানে অজয়বাবুর সংসার প্রায় অচল। মেয়ে মিঠুর চিকিৎসাও থমকে গেছে। মেধাবি মেয়ের করুণ অবস্থা দেখে অজয়বাবুর পড়শীরা মিঠুর চিকিৎসা চালাতে সব রকমের সহযোগিতা করছেন বলে জানান অগ্নিদগ্ধ মিঠুর বাবা অজয়বাবু। কিন্তু মিঠুর চিকিৎসার জন্য আরও টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড় করতে গিয়ে কালঘাম ছুটছে পড়শীদেরও। কলেজও পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করল মিঠুর সহপাঠিরা। মিঠুর সহপাঠিরা সাহায‍্য করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মিঠুর চিকিৎসায় পড়শীরাই যথা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দরজায় দরজায় ঘুরেছেন বলে জানান ওই ছাত্রীর পরিবার। এখনও পর্যন্ত শাসক ও বিরোধী কোন দলের তরফে কোন সাহায্যের আশ্বাস মেলেনি বলে অভিযোগ মিঠুর পরিবারের। সম্প্রতি আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। সুস্থ জীবন ফিরে পেতে মুখ‍্যমন্ত্রী ও তাঁর প্রশাসনই এখন শেষ ভরসা মিঠুর।

Like Us On Facebook