বুদবুদ থানার দেবশালা গ্রামের জয়দেব বাগদি

পা খালি অথচ পরণে ভালো জামা কাপড়। জুতো তিনি পরেন না। খালি পায়েই গ্রাম থেকে শহরে ঘুরে বেড়ান। না, তাঁর পায়ে কোনও সমস্যা নেই। তিনি পণ করেছেন। তা যতদিন না পূরণ হচ্ছে ততদিন পায়ে চটি গলাবেন না। স্বেচ্ছায় জুতো পরা ছেড়েছেন বর্ধমানের বুদবুদ থানার দেবশালা গ্রামের জয়দেব বাগদি।

জয়দেববাবু পণ করেছেন, রাজ্যে বিজেপি না জেতা পর্যন্ত চটি-জুতো পরবেন না। খালি পায়েই সর্বত্র ঘোরাফেরা করবেন। বুধবার বর্ধমান আদালত চত্বরে দেখা মিলল তাঁর। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে দেখা করে পুষ্পস্তবক তুলে দেবেন বলে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন তিনি। বিজেপি প্রার্থী প্রচারের ফাঁকে তাঁর সঙ্গে দেখা করলেন। কথাবার্তাও বললেন। তাঁর হাতে জয়দেববাবু ফুলের তোড়া তুলে দিয়ে বললেন, ‘জিততেই হবে আমাদের। যতদিন না আমরা রাজ্যে জিতছি ততদিন আমি জুতো পরব না।’

জয়দেববাবুকে পাশে নিয়ে এস এস আলুওয়ালিয়াও তাঁকে আশ্বাস দিলেন, কোনও চিন্তা নেই। তাঁরা জিতছেনই। পরে বিজেপি প্রার্থী বলেন, ‘দলকে ভালবাসেন জয়দেববাবু। তিনি পণ করেছেন দল না জেতা পর্যন্ত জুতোই পরবেন না। খালি পায়ে ঘুরবেন। আমাদের জিততেই হবে।’ জয়দেববাবু দাবি করেছেন, বিজেপি করেন বলে হামলা হয়েছে তাঁর উপর। অনেকগুলি কেসও দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তিনি দমবার পাত্র নন। জুতো ছেড়েছেন, রাজনীতি ছাড়বেন না। তাঁর কথায়, ‘খালি পায়েই ঘুরব, রাজ্যে দলের জয় না হওয়া পর্যন্ত।’

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হাতে পুষ্পস্তবক তুলে দিলেন জয়দেব বাগদি
Like Us On Facebook