সরস্বতীর পুজোর পরের দিনে বর্ধামান বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র-ছাত্রীদের তত্ত্ব বিনিময় রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীরা হাতে উপহারের ডালি(তত্ত্ব) নিয়ে ঢাকের সঙ্গে সুশৃঙ্খল শোভাযাত্রার মাধ্যমে ছাত্রদের হোস্টেলে প্রবেশ করল। ওই সময় ছাত্ররাও তাদের হোস্টেলের গেটে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছাত্রীদের অভ্যর্থনা জানায় পুষ্পবৃষ্টির মাধ্যমে। অনুরূপে ছাত্ররাও তত্ত্ব নিয়ে ছাত্রীদের হোস্টেলে যায়। ছাত্রীরাও তাদের পুষ্পবৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানায়। পৌঁছনোর পরেই অতিথি আপ্যায়ন থেকে খাওয়াদাওয়ার এলাহি ব্যবস্থা। বিয়ের তত্ত্ব প্রদানের অনুষ্ঠানের মতোই উপহার ডালিতে নানান রকমের চকোলেট, কুড়কুড়ে, নলেন গুড়ের সন্দেশ, ফল, কসমেটিক্স ইত্যাদি থাকে।

বছরের অন্যান্য সময়ে ছাত্রীদের হোস্টেলে ছাত্রদের প্রবেশের অনেক বিধিনিষেধ থাকে। সরস্বতী পুজো উপলক্ষে সেই রুদ্ধদ্বার উন্মুক্ত হয়ে যায়। সরস্বতী পুজোর পরের দিনে এই তত্ত্ব বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বের সুসম্পর্ক নিবিড় করা হয় এমনটাই মত ছাত্র-ছাত্রীদের। এই দিনটির জন্য অধীর অপেক্ষায় থাকে ছাত্র-ছাত্রীরা। মাস খানেক আগে থেকেই শুরু হয়ে যায় সরস্বতী পুজো ও তত্ত্ব বিনিময় অনুষ্ঠানের প্রস্তুতি। তত্ত্ব বিনিময়ের দিনে বেশিরভাগ ছাত্রীদের শাড়ি ও ছাত্রদের পাঞ্জাবী পড়তে দেখা যায়। এদিন প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মতো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের মনে আজীবন গেঁথে থাকে এই বিশেষ দিনটি।