ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) কেবল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করল বিএসএনএলের এক কর্মী সহ মোট ৯ জনকে। সোমবার গভীর রাতে বর্ধমান থানার হটুদেওয়ান এলাকায় একটি মারুতি গাড়িতে কেবল সহ গ্রেপ্তার করা হয় ওই ৯ জনকে। ধৃতরা হলেন বিএসএনএলের কর্মী তৈয়ব আনসারি, জেসিবি চালক সামসের সেখ, তিনজন বিএসএনএলের ঠিকাকর্মী খণ্ডঘোষের বাসিন্দা মুন্সী সুফিয়ার রহমান, উত্তম রায় এবং পতিত পবন মালিক, মঙ্গলকোটের গোবর্ধনপুরের বাসিন্দা নজরুল সেখ, মজিদ খান, খাজা মৈনুদ্দিন মালিক এবং মারুতি গাড়ির চালক নলিনী দাস।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩ মাস আগে বিএসএনএল কর্তৃপক্ষ বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেন জানান, বিএসএনএলের গোডাউন থেকে প্রায়ই কেবল চুরি হচ্ছে। এরপরই পুলিশ তদন্তে নামে। সম্প্রতি জিটিরোডে সম্প্রসারণের জন্য কেশবগঞ্জ চটি এলাকায় মাটির নীচে থাকা বিএসএনএলের কেবলগুলি তুলে ফেলে। সোমবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় বর্ধমানের কেশবগঞ্জ চটি এলাকা থেকে বিএসএনএলের কেবল চুরি করে একটি মারুতি গাড়িতে করে পাচার করা হচ্ছে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ হটুদেওয়ান এলাকায় কেবল সহ ওই মারুতি গাড়িটিকে আটক করে। ধৃতরা জানায় ৩৭ হাজার টাকায় ওই কেবলগুলি তারা কিনেছে। যদিও পুলিশ ৯জনকেই গ্রেফতার করে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে।

Like Us On Facebook