চৈত্র সেলের জামাকাপড় বিক্রিকে হার মানাল দু’দিনের বাইক-স্কুটার সেল। ১ এপ্রিল থেকে দেশজুড়ে ভারত স্টেজ-৩ (BS-III) গাড়ির বিক্রি ও রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের এই রায় ঘোষণার পরই অধিকাংশ দু’চাকার গাড়ির সংস্থা স্টক ক্লিয়ালেন্সের জন্য ৫ থেকে ২২ হাজার পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এই অফারের টানে শুক্রবার শোরুম গুলিতে উপচে পড়ল ভিড়। প্রখর দাবদাহ উপেক্ষা করে জেলাজুড়ে ক্রেতারা বাইকের এই অফারের টানে শোরুম থেকে শোরুমে ছুটে বেড়াল দিনভোর। আজ ছিল অফারের শেষদিন। ক্রেতারা অফারের শেষদিনে বিশাল ছাড়ের সুযোগ নিতেই শোরুমে সকাল থেকে ভিড় করেছেন। কয়েকজন ক্রেতা জানালেন, দু’চাকার গাড়িতে এমন ছাড় ভাবা যায় না। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাই না। অপরদিকে, নগদ বা ব্যাঙ্ক লোনে স্কুটার ও বাইক কেনার হিড়িকে জনবহুল ও ব্যস্ততম রাস্তা দুর্গাপুরের নাচন রোডে দীর্ঘ যানজটের কবলে পড়ল যাতায়াতকারী সাধারণ মানুষ।

Like Us On Facebook