দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার দুপুরে বর্ধমান-কাটোয়া লাইনে শ্রীখণ্ড পর্যন্ত রেল পরিষেবা চালু হল। পূর্ব রেল সুত্রে জানা গেছে, কাটোয়া স্টেশনে কিছু কাজ বাকি থাকায় আপাতত শ্রীখণ্ড পর্যন্তই চলবে ব্রডগেজের ট্রেন। এখন প্রতিদিন একটিই ট্রেন চলবে শ্রীখণ্ড পর্যন্ত। শীঘ্রই কাটোয়া পর্যন্ত চালু হবে ট্রেন পরিষেবা। বর্ধমান-কাটোয়া ব্রডগেজ রেলপথে শ্রীখণ্ড পর্যন্ত ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে এদিন বর্ধমান স্টেশনে প্রথম ট্রেনটিকে ফুলমালা দিয়ে সাজিয়ে তোলা হয়। এদিন শ্রীপাট শ্রীখণ্ড প্ল্যাটফর্মে প্রথম বড় ট্রেন আসাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেল।

Like Us On Facebook