সোমবার দুর্গাপরের সিটি সেন্টারের সিপিএমের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সিপিএম নেত্রী বৃন্দা কারাত এদিন বলেন, ‘এনআরসির বিষয়টি সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করা উচিত। অমিত শাহদের এই অনুপ্রবেশকারী শব্দটি আমি খুব ঘৃণা করি। এতে বিভেদ সৃষ্টি হচ্ছে দেশে। বাঙালিরা এসব চায়না। মানুষ বেকারদের চাকরি চায়। শিল্প চায়। উন্নয়ন চায়। জ্যোতি বসুর সময় যেসব শিল্প হয়েছে আজ তার প্রায় চল্লিশ শতাংশ বন্ধ আর বাকি কারখানা সব প্রায় বন্ধ হওয়ার মুখে।’ এদিন বিজেপি সভাপতির পাশাপাশি বৃন্দা কারাত কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকেও সমানভাবে আক্রমণ করেন। সারদা-নারদা নিয়েও সোচ্চার হন তিনি।

দুর্গাপুরের সাংবাদিক সম্মেলন শেষে বৃন্দা কারাত এদিন বিকেলে অন্ডালের হরিপুরে আসানসোলের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জীর সমর্থনে এক নির্বাচনী জনসভা করেন। এই নির্বাচনী জনসভায় মুনমুন সেনের বানর ছানা কোলে নিয়ে আদর করাকে কটাক্ষ করেন বৃন্দা কারাত। তিনি বলেন, ‘যেখানে মানুষের বাচ্চা অভুক্ত সেখানে বানর ছানাকে নির্বাচনী মঞ্চে আদর করছে মুনমুন সেন। এদিন ইসিএল এলাকায় কয়লা, লোহা মাফিয়াদের বাড়বাড়ন্ত নিয়ে শাসকদলের প্রশয় নিয়েও সোচ্চার হন বৃন্দা কারাত।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook