অ‍্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিন্স যা স্কোর করেছিলেন ২০১৩ সালে বারো বছর বয়সে মেন্সা টেস্টে অগ্নিজ তার থেকে বেশি স্কোর করে সবাইকে চমকে দেয়। মেন্সা টেস্টে বারো বছর বয়সে অগ্নিজ স্কোর করে ১৬২। অ‍্যালবার্ট আইন স্টাইন ও স্টিফেন হকিন্স করেছিলেন ১৬০।

শুভায়ু ও প্রণীতা বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলে অগ্নিজকে ২০১৩ সালে স্কটল্যান্ড সরকার সবথেকে বুদ্ধিমান মানুষ বলে সম্মানিত করে। অগ্নিজর লেখা একাধিক অঙ্কের বই ইতিমধ্যে বিশ্বে সমাদৃত। ব‍্যস্ত অগ্নিজ দুর্গাপুরের বিধাননগরে বাবার মামার বাড়িতে দাদুর সঙ্গে দেখা করতে আসে। অঙ্কের এই বিষ্ময় বালককে হাতের কাছে পেয়ে সম্মানিত করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অগ্নিজকে সংবর্ধনা জানিয়ে বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, অগ্নিজ বাঙালির গর্ব। অগ্নিজকে সংবর্ধনা দিতে পেরে আমিও গর্বিত।

Like Us On Facebook