অবিশ্বাস্য হলেও সত্যি, গাছ একটি কিন্তু ফল দু’রকম। গৃহস্থ বাড়ি, পড়ে ছিল একটুকরো ফাঁকা জায়গা। সেখানেই কুমড়ো গাছের চারা পোঁতেন পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা স্বপন সানা। উঠোন জুড়ে কুমড়ো গাছে সবুজ কুমড়ো ফলতে শুরু করে।

রবিবার সকালে কুমড়ো তুলতে গিয়ে লাউয়ের মত সবজি দেখতে পান স্বপনবাবু। প্রথমে ভেবেছিলেন কুমড়ো গাছের সঙ্গে হয়ত লাউ গাছও হয়েছে। পরে দেখতে পান কুমড়ো গাছেই লাউয়ের মতো সবজি ধরেছে। স্বপন সানা বলেন, কুমড়ো গাছে লাউয়ের মতো সবজি দেখে অবাক হয়ে যাই। কি কারণে কুমড়ো গাছে লাউয়ের মতো সবজি ধরলো বুঝতে পারছি না। বর্ধমান সদর ২ ব্লকের কৃষি অধিকর্তা সৌমেন ঘোষ জানান, অনেক সময় জিনগত পরিবর্তনের ক্ষেত্রে এই ধরণের ঘটনা ঘটে। এদিকে একই গাছে কুমড়ো ও লাউ দেখতে স্বপনবাবুর বাড়িতে ভীড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারা।

Like Us On Facebook