নয়নয় করেও এখনও দুর্গোপুজোর বাকি প্রায় ৪ মাস। রাজ্যের পাহাড় ও সমতল মিলিয়ে রবিবার সকাল থেকে যখন ৭টি পুরসভার নির্বাচন নিয়ে রীতিমত সোরগোল রাজনৈতিক শিবিরে। সেই সময় আসন্ন দুর্গাপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দিল বর্ধমানের বড়শুল এলাকার জাগরণী সংঘ। এখনও মাঠে মাঠে বর্ষার আগমন। কোথাও ফোটেনি শরতের কাশফুল। তবুও রবিবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্ব্বমঙ্গলা মন্দিরে খুঁটি পুজো দিয়ে শুরু হয়ে গেল তাঁদের ৩০তম বর্ষ দুর্গাপুজোর প্রস্তুতি। জাগরণী সংঘের প্রচার সচিব কবিতা মুখার্জী জানিয়েছেন, প্রতিবছরের মত এবারও তাঁদের থিম পুজোর আয়োজন করা হয়েছে। তিনি জানিয়েছেন, রীতি মেনে রবিবার সকালে বড়শুলের শিবমন্দিরে প্রথম পুজো দেওয়া হয়। এরপর বড়-রসুল পীরবাবার থানে পুজো দেওয়া হয়। সেখান থেকে দামোদরে নদে ঘট ভর্তি করে সর্ব্বমঙ্গলা মন্দিরে খুঁটি পুজো দেওয়া হয়। কবিতা মুখার্জী জানিয়েছেন, এবারে তাঁদের থিম ‘যত মত তত পথ’। এবছরের বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। গতবছর তাঁদের থিম ছিল রায়বেশে। বাজেট ছিল প্রায় ১২ লক্ষ টাকা। এবারও জাগরণী সংঘের থিম তৈরী করছেন পুলক ঘোষাল।

বড়শুল জাগরণী সংঘের দুর্গাপুজো – ২০১৬

উল্লেখ্য, গতবছর রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মানে জেলার প্রথম পুরষ্কার ছিনিয়ে নেয় জাগরণী সংঘ। কবিতা মুখার্জ্জী জানিয়েছেন, প্রতিবছরই তাঁরা থিমের মাধ্যমে সামাজিক কিছু শিক্ষা দেবার চেষ্টা করেন। এবারও ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী যত মত তত পথের মাধ্যমে চলতে থাকা অশান্ত সমাজে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ক্লাব সম্পাদক তারকনাথ ঘোষ জানিয়েছেন, রবিবার এই খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজো মণ্ডপের কাজ শুরু করে দিলেন তাঁরা। ধাপে ধাপে সমগ্র থিমকে ফুটিয়ে তুলতে সময় লাগবে অনেকটাই। সেজন্যই অনেক আগে থেকেই তাঁরা শুরু করে দিলেন।

Like Us On Facebook