দুর্গাপুরের জাংশন মল ও বিগ বাজারে শুক্রবার সকালে বোমাতঙ্কের জেরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সিআই ডির বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর নিয়ে জোর তল্লাশি চালানো হল। মলে বোমা রাখার উড়ো এসএমএসে এদিন সকালে পুলিশ বিশাল বাহিনী এসে বিগ বাজার ও জাংশন মলে আগত ক্রেতা ও কর্মীদের বের করে দিয়ে জোর তল্লাশি চালায়। সন্ধ্যা পর্যন্ত কোন বোমার সন্ধান পাওয়া যায় নি বলে জানা গেছে পুলিশ সূত্রে।

জানা গেছে, দুর্গাপুরের একটি হিন্দি পত্রিকার দুর্গাপুরের প্রতিনিধির কাছে শুক্রবার সকালে মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজে দুর্গাপুরের তিন জায়গা জাংশন মল, বিগ বাজার ও একটি হিন্দি সর্বভারতীয় চ‍্যানেলের দুর্গাপুর অফিস শুক্রবার বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এরপরেই তড়িঘড়ি ওই সংবাদ মাধ্যমের প্রতিনিধি পুলিশকে বিষয়টি জানালে পুলিশের তৎপরতা শুরু হয়।

জাংশন মলের সিনিয়র ম্যানেজার (অ্যকাউন্টস) অমিত বাজোরিয়া বলেন, পুলিশের পক্ষ থেকে খবর পেয়ে আমাদের জাংশন মলের নিরাপত্তারক্ষীদের সতর্ক করি আমরা। মলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মল সুরক্ষায় পুলিশ তল্লাশি চালায়। তল্লাশিতে কোন কিছু পাওয়া যায়নি। তবু আমরা মল ও ক্রেতাদের সুরক্ষায় পুলিশকে সব রকম সাহায্য করছি। জাংশন মলের অপর এক আধিকারিক অরিন্দম রায়ও একই কথা জানান।

দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বলেন, এক সাংবাদিকের মোবাইলে হুমকি মেসেজের পরিপ্রেক্ষিতে পুলিশি তল্লাশি হয়। তল্লাশিতে কোন কিছু পাওয়া যায়নি। মলগুলি সম্পূর্ণ সুরক্ষিত। মেসেজ পাঠানো নম্বরের উপর নজরদারি চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।





ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী

জাংশন মলের সিনিয়র ম্যানেজার (অ্যকাউন্টস) অমিত বাজোরিয়া

Like Us On Facebook