[adrotate group="4"]
[adrotate group="4"]
[adrotate group="5"]
[adrotate group="5"]

বুধবার দুপুরে কালনার হরিহরপাড়ায় এক নির্মিয়মাণ বাড়িতে বোমা বাঁধতে গিয়ে তিনজন গুরুতর আহত হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের আওয়াজ শুনে স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত তিনজনকে পুলিশ কালনা হাসপাতালে ভর্তি করে। পরে কালনা হাসপাতাল আহত তিনজনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

[adrotate group="6"]
[adrotate group="6"]
[adrotate group="7"]
[adrotate group="7"]