প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে সোচ্চার হল সংঘ পরিবারের শিক্ষক সংগঠন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক সংঘের সদস্যরা। রাজ্যের শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল সংঘ পরিবারের এই শিক্ষক সংগঠনটি। আসানসোল ও দুর্গাপুরে সম্প্রতি বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের মিটিং-এ সংঘ পরিবারের এই শিক্ষক সংগঠনের সদস্যরা এই হুমকি দেন।

বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের সদস্য চিরঞ্জীব ধীবর বলেন, আমাদের উদ্যেশ্য বেতন বৈষম্য দূর করা। দেশের অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও প্রাথমিক শিক্ষকদের উচ্চহারে বেতন প্রদান করানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের রাজ্য সম্পাদক কানুপ্রিয় দাস বলেন, রাজ্যের ২৩ টি জেলায় আমরা পঞ্চায়েত ভোটের পর একদিনে একসময়ে বেতন বৈষম্য দূর করতে এইচএস স্কেলের ইস্যু নিয়ে ডিআই অফিস সহ জেলার সব প্রশাসনিক কার্যালয়ে ডেপুটেশন দেব। কলকাতা বিকাশ ভবনের সামনে ধর্ণায় বসবো।

Like Us On Facebook