sagar-bhanga-camp2‘রক্তদান জীবনদান’ এই মন্ত্র নিয়েই এগিয়ে চলছে জেলার বিভিন্ন প্রান্তের স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলি। রাজ্যে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট মেটাতে রাজ্যের বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। দলীয় কর্মীরা রক্তদান শিবিরগুলিতে স্বেচ্ছায় রক্তদান করছেন। রবিবার দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডেও স্বেচ্ছায় রক্তদান করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রবিবার সগড় ভাঙ্গায় এক রক্তদান শিবিরের আয়োজন করেন ২৯নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা। ৫০ জন দলীয় কর্মী এই শিবিরে রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট কাটাতেই এই উদ্যোগ বলে জানান ২৯নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ মুখার্জী। তিনি আরও বলেন যাতে রক্ত নষ্ট না হয় তাই আমরা মাত্র ৫০ ইউনিটই ব্লাড সংগ্রহ করলাম। দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞরা এদিন রক্তদান শিবিরের পাশাপাশি এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষাও করেন।