ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবসে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা সহ দুর্গাপুর মহাকুমা প্রশাসনের প্রশাসনিক আধিকারিকরা স্বেচ্ছায় রক্তদান করে আপদকালীন অবস্থায় ফের মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন।

শনিবার ছিল ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস। তাছাড়া সম্প্রতি দুর্গাপুরের মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। তাই শনিবার ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবসেই দুর্গাপুর রেড ক্রস সোসাইটির কার্যালয়ে দুর্গাপুরের প্রশাসননিক প্রধান শঙ্খ সাঁতরা রক্তদান করে শিবিরের সূচনা করেন। এদিন মহকুমা শাসক শঙ্খ সাঁতরার সঙ্গে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহ রায় সহ দুর্গাপুর মহাকুমা প্রশাসনের আধিকারিকরাও স্বেচ্ছায় রক্তদান করেন।

জানা গেছে, এদিন দুর্গাপুর রেড ক্রস সোসাইটি কার্যালয়ে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও রক্তদান করেন। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খবাবু রক্তদান করায় এদিন রেড ক্রস সোসাইটির কার্যালয়ে মানুষের মধ্যে রক্তদানের প্রবল উৎসাহ দেখা যায়। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বিগত দু’বছরের অধিক সময় ধরে দুর্গাপুরের মহকুমা শাসকের দায়িত্ব পালন করে আপামর সাধারণ মানুষের আপদকালীন অবস্থায় পাশে থেকে কাছের মানুষ হতে পেরেছেন। জানা গেছে, বর্তমানে শঙ্খবাবুর বদলির অর্ডার হয়েছে। আগামী সপ্তাহে তিনি কলকাতার রবীন্দ্র সদনের প্রশাসনিক কর্তা হিসেবে কাজে যোগ দিচ্ছেন। শঙ্খবাবুর জায়গায় দুর্গাপুরের নতুন মহকুমাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন শ্রীকান্ত পাল্লি। সেই দিক দিয়ে শনিবারে শঙ্খবাবুর স্বেচ্ছায় রক্তদান দুর্গাপুরের মানুষের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


Like Us On Facebook