‘রক্তদান জীবন দান’ – এই শ্লোগানকে সামনে রেখে দুর্গাপুরে বেনাচিতির নতুন পল্লীর প্রগতী মিলন সংঘে দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় রবিবার স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। শিবিরের উদ্ধোধন করেন দুর্গাপুর নগর নিগমের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের আলো দপ্তরের মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব, ২নং বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শরবিন্দু বিশ্বাস, ১৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটির সভাপতি কৌশিক তেওয়ারি, সম্পাদক রাজু সিং সহ সমস্ত দলীয় কর্মীরা।

এদিন রক্তদান শিবিরে ৩১ জন রক্তদান করেন। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিশিষ্ট চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধও দেন রোগীদের। বেনাচিতির প্রগতী মিলন সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির উপলক্ষে রবিবার ছুটির দিনে মেঘলা আকাশকে সাথী করে গোটা নতুন পল্লী জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।

Like Us On Facebook