বিজেপির বিস্তারক যোজনা শুরু হয়েছে দুর্গাপুরের সমস্ত ব্লকে। দলের প্রতি নিবেদিতপ্রাণ সদস্যদের বিজেপি বিস্তারক হিসাবে নিয়োগ করেছে। বিজেপি সূত্রে জানা গেছে, বিস্তারকরা এলাকায় ঘুরে দলের আদর্শ তুলে ধরবেন, কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সকলে পাচ্ছেন কি না দেখবেন। দলের নতুন সদস্য তৈরি ও পুরনো সদস্য পুনর্নবীকরণও বিস্তারকদের দায়িত্ব। গত ৭ জুন থেকে শুরু হয়েছে এই বিস্তারক কর্মসূচি শেষ হবে ২৩ শে জুন। কামদুনীতে যেমন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিস্তারক কর্মসূচিতে সামিল হয়েছিলেন, একই ভাবে শুক্রবার এই বিস্তারক কর্মসূচিতে দুর্গাপুরের এনটিএস থানার বিভিন্ন এলাকায় বিজেপির রাজ্য কমিটির শিক্ষা সেলের সদস্য চিরঞ্জীত ধীবরের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করলেন এবং কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ তাঁরা পাচ্ছেন কি না খোঁজ নিলেন দলীয় কর্মীরা।

বিজেপি নেতা চিরঞ্জীত ধীবর বর্ধমান ডট কমকে বলেন, ‘বিস্তারক কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন কর্মসূচির পক্ষেই সায় দিচ্ছেন।’ বিস্তারক যোজনার ফলে এলাকায় জনসংযোগ বাড়ছে এবং সংগঠন মজবুত হচ্ছে বলে দাবি বিজেপি নেতা চিরঞ্জীৎ ধীবরের।

Like Us On Facebook