বুধবার সকালে আসানসোলে বিজেপির আসানসোল জেলা মহিলা মোর্চার কার্যকারিনী সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জেলা মহিলা মোর্চার সভানেত্রী আশা শর্মা, বিজেপির পশ্চিম বর্ধমান জালা সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ১৯৪৭ সালে যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসেছেন সে সব মুসলমান ভাইদের কোন ভয় নাই তাঁরা এদেশে থাকতে পারবেন। শুধু মাত্র ভোট ব্যাঙ্কের চিন্তায় তৃণমূল সরকার রাজ্যসভায় এনসিআর বিলটা অনুমোদন করতে দিচ্ছে না। বাংলাদেশ থেকে যে সব হিন্দু, বৌদ্ধ, খ্রীশ্চান নির্যাতিত হয়ে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাঁদের চলে যেতে দেওয়া হবে না। কিন্তু যারা এখানে এসে সন্ত্রাস ছড়াতে চাইছে তাদের কিছুতেই ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না। তৃণমূল এবং সিপিএম জোট বেঁধে বিরোধীতা করছে শুধু ভোটের কথা চিন্তা করে সংখ্যালঘু ভোট হাতছাড়া হবার ভয়ে।


Like Us On Facebook