২০১৯-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি প্রচারের উত্তম মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছে। সম্প্রতি বাংলা সফরে এসে কোর কমিটির মিটিংয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ব্যবহারের নির্দেশ দিয়ে যান।

কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পগুলি জনসাধারণের কাছে তুলে ধরতে এবং বিজেপির প্রচারের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচারের রুপরেখা ঠিক করতে নির্দেশ দিয়ে যান অমিত শাহ। শুক্রবার রাজ্য বিজেপির আইটি কনভেনর উজ্জ্বল পারেখের নেতৃত্বে জেলার আইটি সেল অন্ডালের রেল স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে বৈঠকে বসে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই, বিজেপির আসানসোল জেলা আইটি ইনচার্জ সন্দীপ গোপ সহ অন্যান্যরা। মিটিংয়ে ২০১৯-এর লোকসভা নির্বাচনের লড়াই এবং প্রচারের রুপরেখা নিয়ে বুথ ভিত্তিক পর্যালোচনা করা হয়।

Like Us On Facebook