ভারতীয় জনতা কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সভাপতি রামকৃষ্ণ পাল বর্ধমানে এসে এক সাংবাদিক সম্মেলনে বলেন, গতকাল ও আজ কৃষকদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা দু’দিন ধরে আলোচনায় বসেছিলাম এবং আন্দোলনের একটি রূপরেখাও তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরকার সহায়ক মূল্যে ধান কেনার ব্যাপারে গড়িমসি করছে। এবং বারবার কৃষকদের কাছ থেকে ধান কেনার ডেট পরিবর্তন করছে। আমাদের দাবি অবিলম্বে ধান কেনা শুরু করতে হবে। তিনি রাজ্য সরকারের সমালোচনে করে বলেন বেশ কিছু মিল মালিক শাসক দলের সঙ্গে যুক্ত তাদেরকে কমদামে ধান কেনার সুযোগ করে দিচ্ছে বারবার ডেট পরিবর্তন করে। আমরা জানতে পেরেছি খোলা বাজারে সহায়ক মূল্যের ১০০টাকা কমে ধান কেনাবেচা চলছে। আমাদের আরও দাবি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। নূন্যতম ৫ বস্তা ধান তাদের কাছ থেকে কিনতে হবে।