নিজেকে বির্তকের মাঝে রেখেই একের পর এক তৃণমূলের বৈঠকে হাজির থাকছেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পৌরসভার ২৯ ও ৩০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে দলীয় কর্মীদের ইনডোর মিটিং-এ তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে একই সারিতে বসতে এবং তৃণমূলের দলীয় কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনে প্রার্থীদের জয়লাভ করানোর জন্য বক্তব্য রাখতে দেখা যায়। এই ইনডোর বৈঠকে উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, আসানসোল জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন, গলসির বিধায়ক অলোক মাজি, ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল, ৩নং ব্লক সভাপতি ভীমসেন মন্ডল, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল চ্যাটার্জী ও রুমা পাড়িয়াল। বৈঠকে তৃণমূল কর্মী সমর্থকদের সামনে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতারা সকলেই পৌর নির্বাচনে প্রার্থীদের জয় লাভের উদ্দেশ্যই বক্তব্য রাখেন। ২৩ জুলাই প্রথম বিশ্বনাথ পাড়িয়াল ৪২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কী পাঁজার সমর্থনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ইন্ডোর মিটিং-এ আত্মপ্রকাশ করে বির্তক উস্কে দেন। এর পর প্রত্যেকদিনই তৃণমূলের নেতাদের ছায়াসঙ্গী থাকছেন। কংগ্রেস নেতা মানস ভুঁইয়ার আদলে কংগ্রেস বিধায়কের পদ আঁকড়ে থেকে তৃণমূলের ঘরের লোক হয়ে নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের পাশে না দাঁড়িয়ে কংগ্রেসীদের কাছে এখন বিশ্বনাথ পাড়িয়াল বিভীষণে পরিণত হয়েছেন।

Like Us On Facebook