স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুরের বেনাচিতি হাইস্কুলে শুক্রবার সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়। বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মহাসম্মেলনে স্কুলে উৎসবের আমেজ তৈরি হয়। এদিন সকালে রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু ছাত্র-ছাত্রীদের কাছে বক্তব্য রাখেন।

সন্ধ্যায় স্কুলের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রিয় শিল্পী কৌশানী ও সুরজিৎ চট্টোপাধ্যায়ের ব্যান্ডের গান উপস্থিত সকলের মন মাতিয়ে দেয়। স্কুল কমিটির পক্ষ থেকে হরপ্রসাদ ঘোষাল বলেন, দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী স্কুল হল বেনাচিতি হাইস্কুল। এই স্কুলের পঠন-পাঠনের মান যথেষ্ট প্রশংসনীয়। এই স্কুল থেকে পাশ করে অনেকেই দেশের বিভিন্ন উচ্চ পদে প্রতিষ্ঠিত। স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার স্কুলে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের এক মিলন উৎসবে পরিণত হয়।


Like Us On Facebook