সাড়ম্বরে শুরু হল নবম বর্ষের বসুন্ধরা উৎসব। পূর্ব বর্ধমানে জামালপুরের শুঁড়ে কালনার বসুন্ধরা ময়দানে উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। উদ্বোধন অনুষ্ঠানে মহকুমা শাসক অনির্বাণ কোলে, ব্লকের বিডিও সুব্রত মল্লিক সহ জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব এদিন বলেন, বসুন্ধরা উৎসবের কথা অনেকদিন ধরেই শুনে আসছি। উৎসবের সুন্দর আয়োজন দেখে ভালো লাগলো। উৎসবে কৃষি, পুষ্প, সব্জি ও হস্তশিল্প প্রদর্শনী প্রকৃত অর্থেই নজর কাড়ছে। এমন প্রদর্শনী চাষীদের উৎসাহিত করবে। কৃষি অঞ্চলে এমন উৎসব আয়োজনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বসুন্ধরা উৎসব কৃষকদের উপস্থিতিতে সম্বৃদ্ধ হলে উৎসবের আয়োজন সার্থক হবে বলে জেলা শাসক এদিন মন্তব্য করেন।

বসুন্ধরা উৎসব কমিটির সভাপতি প্রদীপ পাল জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব চলবে। উৎসবের কটাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে উৎসব মাঠে। শেষদিন ব্লকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে।

Like Us On Facebook