আগামী ২০১৮-২০১৯ আর্থিক বছরে পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৫৪৩ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ৮৯০ টাকার ঘাটতিশূন্য বাজেট গৃহিত হল বৃহস্পতিবার। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, চলতি আর্থিক বছরে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ত কার্য্য ও পরিবহণ স্থায়ী সমিতি এবং জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতিকে।

জেলা পরিষদের মোট বাজেটের প্রায় অর্ধেক ২১৮ কোটি ৯২ লক্ষ ৬০ হাজার ৬৩৩ টাকা বরাদ্দ করা হয়েছে এই পূর্ত দপ্তরে। জনস্বাস্থ্য দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে ১৭৩ কোটি ৬২ লক্ষ ৯৮ হাজার ৫০৭ টাকা। তিনি জানান, আগামী ২ ফেব্রুয়ারী পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকেই রাস্তা নির্মাণ কর্মসূচীর উদ্বোধন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১২৫টি রাস্তার মোট ১ হাজার কিমি রাস্তা। তিনি জানিয়েছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই জেলার সমস্ত রাস্তাঘাট মেরামত ও সংস্কারের কাজ শেষ করা হবে।

Like Us On Facebook