হোমিওপ্যাথিক চিকিৎসায় উল্লেখযোগ্য অবদানের জন্য ‘ধন্বন্তরী’ পুরস্কারে ভূষিত হলেন বর্ধমানের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডা. রাহুল ঘোষ। আগামী ১ জুলাই ডক্টরস্ ডে-তে তাঁকে সম্মানিত করতে চলেছে পূর্ব বর্ধমান জেলা। গত ২৭ বছর ধরে নিরলসভাবে হোমিওপ‌্যাথি চিকিৎসা নিয়ে কাজ করা এবং একইসঙ্গে গবেষণা করার জন্যই ডা. রাহুল ঘোষকে পুরস্কৃত করা হচ্ছে। রাজ্য মহিলা কমিশনের সদস্য শিখা আদিত্য সরকার জানিয়েছেন, সম্প্রতি কলকাতায় দি হোমিওপ্যাথি মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইণ্ডিয়ার পক্ষ থেকে ডা. রাহুল ঘোষকে ধন্বন্তরী এবং কলকাতার অপর এক চিকিৎসক ডা. বি.পি দেকে সেরা ডাক্তার সম্মানে সম্মানিত করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উল্লেখ্য, এর আগেও ডা. রাহুল ঘোষকে ২০১৪ সালে লাইফ টাইম অ্যাচিভমেণ্ট, ২০১৫ সালে ইন্দো জাপানীজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ ডাক্তার সম্মানে ভূষিত করা হয়েছে। ২০১৬ সালে হোমিও রত্ন পুরষ্কার দেয় বেঙ্গল হোমিওপ‌্যাথি মেডিকেল অ্যাসোসিয়েশন। এছাড়াও চলতি বছরেই তিনি ক্যানসার ইনষ্টিটিউট অব হোমিওপ‌্যাথি থেকে পান এক্সেলেন্সি অ্যাওয়ার্ড। ডা. ঘোষ জানিয়েছেন, কিডনিতে পাথর সংক্রান্ত বিষয়ে তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, এখনও পর্যন্ত ৮০ শতাংশ রোগীর ক্ষেত্রেই তিনি সাফল্য পেয়েছেন। তিনি জানিয়েছেন, অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় হোমিওপ‌্যাথি চিকিৎসাতেই সাধারণ মানুষের ভরসা রয়েছে। আর তাকে বাঁচাতেই সরকারের উচিত এব‌্যাপারে যথাযথ ভূমিকা নেওয়া।

Like Us On Facebook