শুক্রবার দোল উৎসবে মাতল বর্ধমান শহর। সারা দেশে বৃহস্পতিবার রংয়ের উৎসব পালিত হলেও বর্ধমান শহরে রীতি অনুযায়ী শুক্রবার পালিত হল দোল। রাজ আমল থেকেই চলে আসছে এই রীতি। বর্ধমানের রাজা কীর্তিচাঁদ মহতাব এই নিয়ম চালু করেন।

দোল উৎসবকে কেন্দ্র করে বর্ধমান শহরে বৃহস্পতি এবং শুক্রবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে বর্ধমানর কার্জন গেটে একটি নাচের স্কুলের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবারও শহর জুড়ে বিভিন্ন সভাগৃহে আয়োজিত হয় নানান অনুষ্ঠান। পাশাপাশি শহরের মানুষ রং ও আবিরে একে অপরকে রাঙিয়ে তোলেন। জেলাশাসকের উদ্যোগে তাঁর বাসভবনে হোলি উৎসব পালিত হয়। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও পুলিশ সুপার কুণাল আগরওয়াল হোলি উৎসবে মেতে ওঠেন এবং সকলকে হোলির শুভেচ্ছা জানান।




Like Us On Facebook