বহু প্রতিক্ষিত পানাগড় বাইপাসের উদ্বোধন হচ্ছে শনিবার। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ট্যুইট করে জানিয়েছেন, শনিবার বিকেলে তিনি বাইপাসের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই ট্যুইট বার্তা দেখে এলাকায় খুশির হাওয়া। এই বাইপাস চালু হলে স্বস্তি পাবেন নিত্য যাত্রীরা৷ উদ্বোধনের পরেই বাইপাসটি খুলে দেওয়া হবে সবরকম যান চলাচলের জন্য৷

panagarh-bypass-tweet2২ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাজারের ৩.৫ কিলোমিটার রাস্তায় যানজটে ফেঁসে নাকাল হওয়ার অভিজ্ঞতা কমবেশি প্রতিদিনই হয় যাত্রীদের। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা সরতে না চাওয়ায় পানাগড় বাজারের রাস্তা সম্প্রসারণ করা যায়নি। প্রায় প্রতিদিনিই পানাগড় বাজারে যানজটে আটকে পড়ে গোটা ট্রাফিক।

পানাগড় বাজারে রাস্তা সম্প্রসারণ করতে না পেরে বাইপাস তৈরির পরিকল্পনা করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ২০১৪ সালে পানাগড়কে যানজট মুক্ত করতে শুরু হয় বাইপাস নির্মানের কাজ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জমি কিনে প্রায় ৭০০ কোটি টাকা ব্যায়ে ৮ কিলোমিটার লম্বা বাইপাস নির্মানের কাজ শেষ করেছে অক্টোবর মাসে। বাইপাশ উদ্বোধন হয়ে গেলে কলকাতা থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল ও ঝাড়খণ্ড হয়ে সোজা নয়াদিল্লি চলে যাওয়া ২ নম্বর জাতীয় সড়কের পানাগড় এলাকায় যনবাহনের গতি বাড়বে। ফলে স্থানীয় মানুষ সহ নিত্যযাত্রীদের ভোগান্তিও কমবে। এতদিন যেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হত, তা এবার কয়েক মিনিটেই পার হয়ে যাওয়া যাবে৷ বাইপাস চালু হয়ে গেলে যানজটের পাশাপাশি এই এলাকায় দুর্ঘটনাও কমে যাবে বলে মনে করছেন স্থানীয় মানুষজন৷