ভারতবর্ষের কাঁথা স্টিচের মত হস্তশিল্পের উৎকর্ষতার টানে সুদূর অষ্ট্রেলিয়া থেকে বর্ধমানে ছুটে এলেন ২২ জন শিক্ষার্থীর একটি দল। বুধবার বর্ধমানের কালিবাজারের মৌমিতা দে’র কাছে সারাদিনব্যাপী কাঁথা স্টিচের ওপর প্রশিক্ষণ নিয়ে গেলেন বিভাগীয় প্রধান মিলস্ উইলিয়ামসের ছাত্রীরা।

বুধবার মৌমিতা দে জানিয়েছেন, বেশ কয়েকবছর আগে তাঁর সঙ্গে আলাপ হয় মিলস্‌ উইলিয়ামসের। সেই সময় তিনি বর্ধমানের এই মৌমিতা বুটিক সেন্টার ঘুরেও যান। গত ২২ জানুয়ারি বিভাগীয় প্রধান মিলস্ উইলিয়ামসের নেতৃত্বে সিডনির নিউ সাউথ ওয়েলস্ ইউনিভার্সিটির ক্রাফটস বিভাগের ২২জনের এই দলটি ভারতবর্ষে এসেছেন। তাঁরা হস্তশিল্পের বিভিন্ন কাজ সম্পর্কে প্রশিক্ষণও গ্রহণ করছেন। কাঁথা স্টিচের ওপর প্রশিক্ষণ নিতেই তাঁরা এদিন বর্ধমানে একদিনের কর্মশালায় অংশ নিয়ে ছিলেন।

Like Us On Facebook