অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি) বিলগ্নিকরণ রুখতে অবশেষে কারখানা বন্ধের ডাক দিল সিটু ও আইএনটিইউসি’র যৌথ মঞ্চ। আগামী ১১ এপ্রিল একদিনের জন্য এএসপি’র শ্রমিকরা কাজ বন্ধ রাখবেন বলে যৌথ মঞ্চের নেতারা সোমবার এএসপি গেটের সামনে এক বিক্ষোভ সমাবেশে ঘোষণা করেন। নেতাদের দাবি একই ভাবে সালেম ও ভদ্রাবতী কারখানাতেও শ্রমিকরা কারখানার উৎপাদন বন্ধ রেখে কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী শিল্পনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। যৌথ মঞ্চের নেতা সৌরভ দত্ত বলেন ৪ এপ্রিল তামিলনাড়ুর সালেম কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রাখবেন। ১১ এপ্রিল আমরা এএসপি কারখানায় কাজ বন্ধ রাখব শ্রমিক স্বার্থে। সিটু নেতা ও বিধায়ক সন্তোষ দেবরায়ের দাবি এএসপি কর্তৃপক্ষের আধিকারিকরাও একে একে কারখানার অনিশ্চিত ভবিষ্যত বুঝতে পেরে আমাদের আন্দোলনে সামিল হচ্ছেন। এদিকে অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে তৃণমূল কংগ্রেস পৃথক আন্দোলন করলেও কারখানার উৎপাদন বন্ধ রেখে আন্দোলন যে তারা সমর্থন করে না তা ফের সোমবার পরিস্কার জানিয়ে দেয়।

Like Us On Facebook