মাদক সংক্রান্ত মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় নদিয়ার তেহট্টের মহকুমা পুলিশ আধিকারিক কার্তিক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরওয়ানা জারি করল বর্ধমান আদালত। ৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বর্ধমানের পুলিশ সুপারকে। বুধবার মাদক সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক মীনা সরকার এই নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, ২০১৫ সালের আগস্ট মাসে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশ চার জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার হয় বলে পুলিশের দাবি। গ্রেফতার হওয়ার পর থেকে তারা জেলেই আছে। ঘটনার সময় বর্ধমানের মহকুমা পুলিশ আধিকারিক ছিলেন কার্তিক চন্দ্র মন্ডল। তল্লাশির সময় গেজেটেড অফিসার হিসাবে তিনি উপস্থিত ছিলেন।

বুধবার এই মামলার শুনানির দিন ছিল। এদিন কার্তিকবাবুর আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তিনি আইনশৃঙ্খলার কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে আদালতে হাজির হন নি। আদালত সূত্রে জানা গেছে, এর আগেও কয়েকবার ওই মামলার শুনানিতে তিনি হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরওয়ানা জারি করে।

Like Us On Facebook