আমি একজন সাধারণ কর্মী হিসেবে কর্মী সম্মেলনে যোগদান করেছি। কিন্তু ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বিশ্বাস আমাকে জোর করে মঞ্চে তুলে দিল। দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লীতে আনন্দধারা সভাকক্ষে অনুষ্ঠিত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে যোগদান করে একথা বলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা দলের প্রাক্তন শিল্পাঞ্চল সভাপতি অপূর্ব মুখার্জী।

গত বিধানসভা ভোটে নিজের এবং দলের বিপর্যয় হওয়ার পর গত পৌরসভা ভোটে আর দাঁড়ান নি অপূর্ব মুখার্জী। দলের বিভিন্ন মিটিং-মিছিল সহ দলের গুরুত্বপূর্ণ সম্মেলন এমনকি দলনেত্রীর সমাবেশেও আর সেভাবে দেখা যায় নি দলের এক সময়ের কান্ডারীকে। দীর্ঘদিন পর আনন্দধারা সভাকক্ষে বুধবার দলের কর্মী সম্মেলনে ফের অপূর্ব মুখার্জীকে সাধারণ কর্মীদের আসনে দেখে দলের কর্মীরা উৎসাহিত হন। এরপরেই দলের কর্মীরা এক প্রকার জোর করেই দলের প্রাক্তন শিল্পাঞ্চল সভাপতি তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জীকে মঞ্চে তুলে বক্তব্য রাখতে অনুরোধ করেন।

এদিন অপূর্ব মুখার্জী উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সকলকে একজোট হয়ে বিরোধীদের মোকাবিলা করতে হবে। একে অপরের সঙ্গে বিবাদ ভুলে দলের জন্য কাজ করতে হবে। চায়ের দোকানে বসে রাজনৈতিক চর্চা ছেড়ে মাঠে নেমে কর্মীদের দলকে মজবুত করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দীর্ঘদিন অন্তরালে থেকে এদিনের কর্মী সম্মেলনে অপূর্ব মুখার্জীর যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছেন। এদিনের কর্মী সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন, কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী সহ তৃণমূল কংগ্রেসের শিল্পাঞ্চলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। দলীয় শিল্পাঞ্চল নেতৃত্ব কর্মীদের মধ্যে বিবাদ ভুলে একজোট হয়ে কাজ করার পরামর্শ দেন এদিন।

Like Us On Facebook